আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা
“আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা” ✍ মৃনাল কান্তি বাগচী আপন ভেবে গিয়েছিলেম তোমার কাছে সে ভাবনা ছিলো আমার একেবারে মিছে। আপন ভাবলেও সবাই আপন হয়না, এ জগত সংসার মায়া মরীচিকা ছাড়া কিছুইনা। স্বার্থপরতা ও হীনম্মন্যতা জীবনকে করে কূপমন্ডুক, নিজের সুবিধে ছাড়া অন্যের সাহায্যে পায়না তারা কোনো সুখ। আপন আপন করে স্বার্থের চলছে যে টানাটানি তাতেই…