আগডুম বাক্ ডুম / বুলবুলি / বাংলা কবিতা / বড়দিন সংখ্যা /
“আগডুম বাক্ ডুম” ✍ বুলবুলি আগডুম্ বাগডুম্ ঘোড়াডুম সাজে পথ চলেছে নিজের কাজে আমি কেবল মুখোস সেঁটে গুয়া, পান দিয়ে মুখে আইকম্ বাইকম্ ভাবছি বসে। ঢাক ঢোল কাঁসর বাজে রাজা এল আমার কাছে কাল রাজার বউ ভাত দিতেই হবে বাজিমাৎ হাতে নিয়ে টাকার ঝুলি যেতেই হবে কমলা ফুলি পালিয়ে যদি বাঁচতে চাস চলে…