রঙিন বসন্ত / অনিমেষ / বাংলা কবিতা / ভাষা সংখ্যা /
রঙিন বসন্ত ✍🏻 অনিমেষ ফাগুন হাওয়ায় খুশির গন্ধে মাতাল হলো ফুলের দল, নতুন পাতার সাথে মিলে আজ ওরা তাইতো চঞ্চল। পাতায় পাতায় ফুলে ফুলে আনন্দেরই রোল উঠেছে, সাথী হতে পাখি ভ্রমর দল বেঁধে গান ধরেছে। পলাশ শিমুল কৃষ্ণচূড়া আজকে ঘরের বাইরে এলো, মনের খুশি আবীর রঙে আকাশ বাতাস রাঙিয়ে দিলো। আজকে ওদের…