স্মৃতি / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
“স্মৃতি” ✍ মৃনাল কান্তি বাগচী যদিও তোমায় পাইনি আমি সারা জীবন ধরে তবুও তোমার তরে মোর ভালোবাসা যাইনি এখণও মোরে। ভালোবাসা কখনো মরেনা তাইতো ভালোবাসার ইচ্ছাটা আজীবন যায়না। সতেজ,সবুজ পাতা,ঝরে যায় যখন কোন কারনে, তার যে বেদনা, তা বৃক্ষই জানে। বৃক্ষের সেই বেদনা,নীরবে সহে বৃক্ষ, যে জন হারায় আপনজন, সে জনই জানে কতটা তার দুঃখ।…