শোক দাও ক্ষতি নেই / মধুমিতা বসু সরকার / বাংলা কবিতা /
শোক দাও ক্ষতি নেই ✍ মধুমিতা বসু সরকার উপকন্ঠে শোক নামলে নিজের ঘর গুছিয়ে রাখার ব্যর্থ প্রয়াসী এ শোক দাবানল শুধু অন্যের ঘর পোড়ায় না নিজেরও শোক বাঁচিয়ে চলার কৌশল আয়ত্ত করিনি আত্ম জনের মাঝে কার কথা আর বলি ছেড়ে গেছে যাবতীয় স্বর্নালী বসন্ত এখন পলাশের লালে আগুনের আভা দেখে কুঁকড়ে উঠি,…