অভ্যূত্থান / ডঃ রতনশ্রী ভিক্ষু / বাংলা কবিতা
“অভ্যূত্থান” ডঃ রতনশ্রী ভিক্ষু তোমার রাজকার্য সতত অপছন্দ এত পরামর্শ এত মন্ত্রনার পরেও তুমি সজাগ নও তোমার স্বজনপোষণ কিনা অস্তিত্ব রক্ষায়—- কার জন্য এত দয়াদাক্ষিণ্য বলতে পার! এটা পুরুষানুক্রমে কিনা জানিনা অপেক্ষায় থাকে সুযোগসন্ধানী কালপুরুষ—— অভ্যূত্থান খড়গ হস্তে, মৃত্যুপরোয়ানা জারী আমি পুষ্যমিত্র, তোমার পুরোহিত ক্ষমা নেই—— এই নাও যোগ্য উপহার মৌর্যসম্রাট বৃহদ্রথ।…