ভিটে / পল্লব চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
ভিটে ✍পল্লব চক্রবর্ত্তী সকাল থেকেই ভ্যাপসা গরমে হাস ফাঁস করছে শরীরটা,,। তার মধ্যে দুপুরে বিশ্বাস বাড়ির ভোজে অস্থিরতা আরও বেড়ে গিয়েছে,,। কোন রকম ছাতাটা মেলে হাঁটা শুরু করলেন নিবারণ,,পুরো নাম নিবারণ রায়,,। দুই ক্রোশ মেঠো পথ তার সামনে,। খড়মের ঘষায় জামড়ো পরা পা গরম ধুলোয় আরাম বোধ করলেও বয়সের ভার বয়ে চলা বড়ই…