ধোঁয়াশা / অনিমেষ / বাংলা কবিতা /
// ধোঁয়াশা // ✍ অনিমেষ উদাস আকাশ আর অবসন্ন সূর্য ছুঁয়ে ছুটির জানলায় চোখ রাখা। সন্ধ্যে লাগা পাতারা তখন গঙ্গার বুক ছুঁয়ে আসা দখিন হাওয়ার কাছে দিন শেষের খবর শুধায়। ক্লান্ত পাখিটা পাশের ঘাস জমিতে তোমায় খুঁজতে খুঁজতে একনাগাড়ে ডাকছে। রাজভবনের আলো ছায়া মাখা প্রকান্ড ফটকের মাথায় গণতন্ত্রের বিশাল সিংহটা ক্রমাগত দাঁত নখ…