ভেড়া গুণে রাত ভোর! কোথায় ঘুমের ঘোর? / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
“ভেড়া গুণে রাত ভোর! কোথায় ঘুমের ঘোর? প্রেমাঙ্কুর মালাকার ডাক্তার বাবু, একদা বলেন, ভেড়া গুণে যাবি তোর- গুণতে গুণতে, তখন আসবে, দুচোখে ঘুমের ঘোর! ডাক্তার বাবু, ভেড়া গুণলাম, আপনার কথা মেনে – একশত নয়, হাজার ভেড়াযে, বেচেছি বাজারে এনে! ভেড়া বিক্রির, লাভের৷ টাকাও, একে একে রাখি গুণে- ঘুম তো এলো না,ডাক্তার বাবু, অবাক…