অনর্গল / জবা ভট্টাচার্য / বাংলা কবিতা /
অনর্গল ✍ জবা ভট্টাচার্য মন ভালো নেই, মন ভালো নেই কিছুতেই, কালোযমুনা চোখে জলেরও অভাব নেই—- কখনও কখনও মুহূর্তেরা শাশ্বত হয়ে ওঠে— কী উন্মুখ , কী আবেগী, আস্বাদী সেই অলীক মুহূর্তেরা— আনন্দ , দুঃখের কোলাজের কারুকাজে মূর্ত হয় যাপিত জীবন। তবু কিছু অকথিত জীবন বসে হাঁটুমুড়ে চেনা জীবনের পাশে– অন্ধকার রাতে , বৃষ্টির…