থাকা যায় না / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“থাকা যায় না” রণজিৎ মন্ডল কেন যে জানতে চাও মনের কথা, যে কথা বলা যায় না! যে স্বপ্ন দেখেছিলাম ভোরের আলোয়, কখন তা ভোলা যায় না! কত আর বলব সে সব কথা, বলে তা যে ফুরানো যায় না! কত কি দেখেছি এই জীবনে, ইচ্ছে হলেই যা দেখা যায় না! কত গান শুনেছি মহান শিল্পীদের এখন…