অগ্নিপথ রেখা ধরে… / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প /
অগ্নিপথ রেখা ধরে… শ্যামাপ্রসাদ সরকার এখন প্রায় রাত দশটা বেজে গেছে। সূতীব্র হূইসেল বাজিয়ে ‘ ক্রান্তিসূর্য স্পেশাল এক্সপ্রেস’ নামের এই ট্রেনটা এই খানিক আগেও বোধহয় মালিহাবাদের কাছে কোন একটা অখ্যাত স্টেশনে সিগন্যাল না পেয়ে একঘন্টা প্রায় দাঁড়িয়েছিল। এই কিছুক্ষণ হল লাইনে ক্লিয়ারেন্স পেয়ে ট্রেনটা অবশেষে লখনৌ এর দিকে ছুটতে শুরু…