আমার পুজো / জয়িতা হালদার ঘোষ / বাংলা ছোট গল্প / শারদীয়া সংখ্যা /
আমার পুজো জয়িতা হালদার ঘোষ আকাশের দিকে তাকিয়ে একটা মাত্র তারা চোখে পড়লো। তারপর আরো একটা , তারপর আরো একটা।এইভাবে হাজার হাজার তারাভরা আকাশটা যেন আপন হয়ে আমার কাছে এগিয়ে এলো। আমি শ্রীমতী আনন্দী রায়।কার্শিয়াং এর একটা হোটেলের ছাদে দাঁড়িয়ে সারা পৃথিবী থেকে নিজেকে আলাদা করে তারাদের ভিড়ে হারিয়ে যাওয়ার নিষ্ফল চেষ্টা…