জাগরী / পারমিতা / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
জাগরী পারমিতা মুছে দাও আমাদের পায়ের চিহ্ন রাজপথ থেকে, দেওয়ালে দেওয়ালে টাঙানো রাতদখলের ইস্তেহার ছিঁড়ে দাও। উৎসবের উল্লাসে চাপা দিয়ে দাও আমাদের চিৎকার। আমাদের স্লোগানের ভাষায় নিষেধাজ্ঞা জারি কর। নিষিদ্ধ করো মিছিল জনতার আমরা তবুও হেঁটে যাবো রাজপথ দিয়ে রাতের অন্ধকারকে মশালের আলোয় আলোয় করে নেব আগুন রঙা ভোর। চিৎকার করে বলবো ‘এ শহর আমার…