মন / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
মন রণজিৎ মন্ডল আমার এ আখিপাতে, মধূর এ জ্যোছনাতে, ভরিছে কেন এসে, আঁধারের বেদনাতে। বরুণ ঢেকেছিলো অরুণ পূবেতে, শূকতাঁরা জ্বলেছিল হৃদয় মরুতে। আলো নয় বারিসম চেয়েছিল ঝরিতে, ফুল কলি ফুটেছিল সরস ভূমিতে। অরুণ ফুরালো করুণ মনেতে, নিজেরে হারায়ে খুজি আঁধারের মরুতে। —oooXXooo—