অচেনা মানুষের সাথে কথোপকথন / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা / বিশ্ব কবিতা দিবস সংখ্যা /
অচেনা মানুষের সাথে কথোপকথন মৌসুমী ঘোষাল চৌধুরী কখনো কখনো মনে হয়, তুমি পাতাঝড়া আমার চেয়ে অনেক দূরে। এই পাহাড়ি পথে আমার সাথে একা একা কুর্চি ফুলের কান্না। লোহাও যেমন বেঁকে যায় তেমন আমি একটা মাংসল খন্ডের চলাচল আঁকড়ে বাঁচি। ভোরের আকাশে সাদা পায়রা নোঙর রাখে। তোমার দিকে তাকাই পাই রোদ্দুর। সারাদিন পৃথিবীময় দাবি করে বেড়াই…