জনন প্রকোষ্ঠ / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা /
জনন প্রকোষ্ঠ মণিকা বড়ুয়া জনন প্রকোষ্ঠ থেকে যেসব ঐশ্বরীয় সম্পদ নেমে আসছে তাদের মুখ ঢাকা পরে বিজ্ঞাপনে— মুখোশ চরিত্রে অভিনয় হয়– জনন প্রকোষ্ঠের উদ্বেল সংগীত শোনা যায়— এখন অনলাইন বীর্যে অবশ শরীরে তেরী হয় ভ্রুণ— প্রণম্য সময়ের গাঁটছড়াতে রক্ত রস বেয়ে স্বাধীনতা সুখ উঁকি দেয় সে স্বাধীনতা কি উচ্ছৃঙ্খলতা! সে স্বাধীনতা কি বিপর্যস্ত সময়ের প্রতিকার?…