দুগ্গা এল / বাসুদেব চন্দ / বাংলা অনুগল্প /
দুগ্গা এল বাসুদেব চন্দ এই সময়টায় চাটুজ্যে’বাড়িতে সাজ সাজ রব পড়ে যায়, সকলের ভাবগতিক যায় পাল্টে। চেহারায় কেমন যেন একটা চকচকে ভাব চলে আসে! রথীন চাটুজ্যে বরাবরই খিটখিটে স্বভাবের লোক, মধুরতা’র বড়ই অভাব! তাঁরও দুগ্গা’র আগমনে মন একেবারে চনমনে! অবশ্য ভগবতী’গিন্নির কত্তার মেজাজ নিয়ে অত মাথাব্যথা নেই; তাঁর যত চিন্তা, দুগ্গার আগমন নিয়ে- “হ্যাঁ রে…