ঘুমিয়ে থাকার নেই সময় / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
ঘুমিয়ে থাকার নেই সময় মৃনাল কান্তি বাগচী ————– ঐতো প্রভাতের সোনালী আলো হাতছানি দিয়ে ডাকছে আমায়, কেন আছিস ওরে তোরা ঘুমিয়ে? আর ঘুমিয়ে থাকার নেই সময়। বোবা কালা হয়ে আর কত কাল ঘুমাবি? অনাচারে,অবিচারে ডুবেছে পৃথিবী, তোরা যদি ঘুমিয়ে থাকিস এমনি করে লজ্জা পেয়ে অস্ত যাবে প্রভাতের রবি। চারিদিকে শুধু শুধুই অন্ধকার ওরে পাগলা! জাগিয়ে…