নয়ন পথ জুড়ে / রতন চক্রবর্তী / বাংলা কবিতা /
নয়ন পথ জুড়ে রতন চক্রবর্তী “”””””””””””””””” আমরা প্রতিদিন গ্রাম হতে শহরের রাজপথ হতে মেঠোপথ ধরে জীবন্ত মানুষের যে মিছিল দেখি বাস্তবে সে মানুষগুলো কি জীবন্ত ? না | চলমান মিছিলের অধিকাংশ মানুষই আজকাল বিবেক বর্জিত মৃত মানুষের সমান | জীবন্ত মানুষের মিছিল বলা যেতে পারে সেটাকে , যে মিছিলের মানুষগুলোর দেহ হতে প্রাণটা চলে গেলেও…