শুরু করে ওকালতি! পসার জমেনা অতি! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
ধ্রুপদী কৌতুক “শুরু করে ওকালতি! পসার জমেনা অতি!” প্রেমাঙ্কুর মালাকার বিলেতের থেকে, ব্যারিস্টারিতো, করেই এলেন পাশ; কর্ম জোটেনা,করমচাঁদের, গান্ধী মোহনবাস! বোম্বাই এসে,আইন ব্যবসা, শুরু করে ওকালতি ; মক্কেল নেই, সুবিধা করতে, মোটেও পারেনা অতি! বেকার যুবক, কর্মখালির, কলমে নজর পড়ে- লেখা গ্র্যাজুয়েট, শিক্ষক চাই, মাইনে পঁচাত্তরে! কপাল ঠুকেই, গান্ধী করেন, সেখানেই আবেদন; কর্তৃপক্ষ, বাতিল…