স্বপ্ন মদিরা / ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) / বাংলা কবিতা /

স্বপ্ন মদিরা ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার)   মনে পড়ে কবিতা-দুঃখ মুদ্রায় বহু স্বপ্নজাল তমসা রজনীর – অপ্সরী পূর্ণিমা বসন্ত নিমন্ত্রণ! পরান প্রতিমা হৃদয় চন্দ্রমা আলোহীন একাকিত্ব ছন্দহারা যন্ত্রণার পতিব্রত বিরহ দহন! দেহ মৃত্তিকায় সহস্র পুষ্প বৃষ্টি জল ফড়িং ডানায় রোদ প্রেম ক্ষনিক বিনিময় উতল হাওয়া মাতা পিতা পর, নতুন ভোর মায়াদেবী অর্ধাঙ্গিনী সংসার নব…

সময় / স্বপ্না নাথ / বাংলা কবিতা /

সময় স্বপ্না নাথ ধূসর অতীত বলে, চিনতে কি পারো? আমি তব ফেলে আসা দিন। সুখে দুখে একসাথে, সকাল দুপুর রাতে, বাজিয়েছি কত সুরের বিন। বর্তমান রোষে বলে, কে তুই প্রবীণ? নেই কোন প্রয়োজন, তুই বড় হীন। আজ আমার আমি শুধু, জীবন করেছি বিধু, হেথা কেন অর্বাচীন? এমত ক্ষণে আসি, ভবিষ্যতের অট্টহাসি, কর্ণকুহরে পশি! মিছে কর…

G / রতন চক্রবর্তী / বাংলা কবিতা /

G রতন চক্রবর্তী “””””””””””””””””” ছিলোনা বন্ধু আমাদের ছাত্র জীবনে কোন 3G , 4G , 5 G | ছিলো শুধু দাদা G , মাতা G , পিতা G মাস্টার G , গুরু G || তাদের এক চপেটাঘাতে আসতো ফিরে তখন ফুল নেটওয়ার্ক আমাদের | তাইতো কিছুটা হয়তো মানুষ হবার চেষ্টা করেছি জীবনটা হয়নি অভিশাপের || বকা-বাজ্জি…

তোমার প্রেমে / প্রদীপ সরকার / বাংলা কবিতা /

তোমার প্রেমে প্রদীপ সরকার আজি এই নিশিরাতে, মম হৃদয় মাঝারে, যেন তুমি এলে সুর তুলিয়া। কেন যে জানিনা, তোমার প্রেমের স্রোতে, মন মোর যায় বহিয়া। হায় রে হায়, মন মোর কয়, কেন হায় তারে, আজি পাইনা হেরিতে, গহীন মনের নয়নে। যেজন আসিয়া, তুলিলো লহর আমার উদাস মনে। আহা! সে রূপ তোমার, যেন অন্তরে আমার, গেল…

বিবেকানন্দ / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /

বিবেকানন্দ দীননাথ চক্রবর্তী প্রাণে বিবেক মানে বিবেক হৃদয়ে অন্তরে রে , ভাষায় বিবেক ভাবে বিবেক চিত্তে মর্মরে রে। আচারে বিবেক বিচারে বিবেক বিবেক সংসারে , কর্মে বিবেক ধর্মে বিবেক, বিবেক চরাচরে । বিবেক ঘরে বিবেক মঠে অলি গলি অন্ধকারে , রোষে দ্বেষে স্বার্থ রিপু সংস্কারে বিধানেরে । বিবেক ভারত বিবেক জগৎ বিবেক যত ইন্দ্রিয় রে…