বিড়াল / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
বিড়াল সুপর্ণা দত্ত চতুস্পদে চলাফেরা স্তন্যপায়ী প্রাণী, বাঘের মাসী বলে তাকে আমরা সবাই জানি। ফেলিড গোত্রীয় ছোট্ট প্রাণী একমাত্র গৃহপালিত, বাঘ,প্যান্থার ইত্যাদিও এই গোত্রের অধীনস্থ। শরীরের গঠন বাঘের মত আকৃতিতে ছোট, তাই তো তারা ‘বাঘের মাসী’ নামে পরিচিত। সাদা,কালো,বাদামী,ধূসর নানা রঙের আছে, ক্ষুদ্রতম সদস্য হলেও খুব প্রিয় সে মানুষের কাছে। সারা শরীর ঘন এবং নরম…