শ্বেত পলাশের ফোটা ফুল রাশি রাশি! যেন পলাশের শুভ্র ধবল হাসি / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
শ্বেত পলাশের ফোটা ফুল রাশি রাশি! যেন পলাশের শুভ্র ধবল হাসি!! প্রেমাঙ্কুর মালাকার রক্ত পলাশ, গেরুয়া পলাশ, বসন্তে হরদম- সবখানে ফোটে! হলুদ পলাশ, গাছ মেলে কম কম। লেক টাউনে ও ভিআইপি রোডে, হলুদ পলাশ গাছে- দেখি বহুবার, সোনালী হলুদ, কতো ফুল ফুটে আছে! ধর্মতলায়, অধুনা হলুদ, পলাশে হদিশ মেলে- ডালে ডালে ফুল, ফোটে অজস্র! শুধু…