রাঙা ভোর / দীননাথ চক্রবর্তী / পরিবেশ কবিতা /

রাঙা ভোর দীননাথ চক্রবর্তী সেদিন হেমন্তের আকাশ প্রদীপ রাত্রি আমি তখন ঘুমের মধ্যে গুটিসুটি সে এল এক হাতে তার পাহাড় অপর হাতে অরণ্য পায়ে নিরবতার নুপুর অঙ্গ জুড়ে একাকীত্বের উজান বহুদিন কোন ভ্রমণে যাইনি পাহাড় -অরণ্য- নদী যে পাহাড় টা হৃদয় আর কথার উষ্ণতা দিয়ে তৈরি যে অরণ্য টা মনের সবুজ ঘাস আর নিরবতার স্বরলিপিতে…