কবিতার অনুধ্যান / শ্যামাপ্রসাদ সরকার / ধারাবাহিক কবিতা বিষয়ক প্রবন্ধ /
কোনটাই আমার ইচ্ছাকৃত ছিলনা – – মধুমিতা বসু সরকার তবু তুমি বলেছিলে তাই হৃদয় বিদারী কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছি – সব কিছু কি মুখে বলা যায় নাকি বলেছি কখনোও ক্লিশে হয়ে যাওয়া শব্দ বন্ধের নিরিখে ভালোবাসা মেপো না – বড় দুরূহ শব্দের মতো মধ্যযামে যারা আসে তাদের গোপনীয়তা রক্ষা করার দায় আমার একার ছিলনা…