মহাভারতে নেই (দ্বিতীয় পর্ব) / কাকলি ঘোষ
মহাভারতে নেই (২) কাকলি ঘোষ কুরুক্ষেত্র যুদ্ধের পঞ্চদশতম রাত্রি। আগামী কাল যুদ্ধের ষোড়শ দিন। রাজা দূর্যোধন সেনাপতি হিসেবে বরণ করে নিয়েছেন অঙ্গরাজ কর্ণকে।মহামতি ভীষ্মের পতন হয়েছে যুদ্ধের দশম দিনে। একাদশ দিনে সেনাপতির দায়িত্ব নিয়েছিলেন কৌরব, পাণ্ডব উভয়ের অস্ত্রগুরু মহাবীর দ্রোণাচার্য। আজ পঞ্চদশ দিবসে ধৃষ্টদ্যুম্নের হাতে তার মৃত্যুর পর পাণ্ডব শিবিরের উল্লাস বন্ধনহীন। জয়ের একান্ত কাছাকাছি…