একটা আকাশে একটাই ঘর / বাসুদেব চন্দ / বাংলা কবিতা /
একটা আকাশে একটাই ঘর বাসুদেব চন্দ একটুখানি ভালোবাসা আমার জন্যেও রেখো। কতটুকু হাত আমার, সামান্য কিছু দিতে কতটাই-বা খরচা হবে? বাইপাসের ধারে ফেলে দেওয়া তোমার বইগুলো আদরে তুলে নিয়ে পড়েছি পুরোটা! প্রার্থনা করি- তোমার আরও হোক! তোমার ফেলে দেওয়া পুতুল তুলে তিতুলের কান্না থামিয়েছি! তোমার ভাঙা আসবাব এনে গোপালের দোলনা বানিয়েছি! ওঁর কাছে তোমার মঙ্গল…