হড়পা বান কি ? শঙ্কর আচার্য্য সহজ উত্তর – পূর্বে কোন আভাস না দিয়ে অতর্কিতে উপস্থিত হয়ে শৃঙ্খলিত জনজীবনের স্বাভাবিক পরিস্থিতি ভেঙে চুরমার করে দেয় যে বান, তাকেই হড়পা বান বলা যেতে পারে। এই বান সাধারণত পাহাড়ি অঞ্চলে সংঘটিত হয়। সমুদ্রতল থেকে প্রায় আড়াই মাইল উচ্চতায় শুরু হয় মেঘের রাজ্য।