যদিও বলেছ…. শ্যামাপ্রসাদ সরকার আমায় ঘুমপাড়াতে চাইলে, মর্গের বিছানায় গিয়ে নয় বরং আদিগন্ত ধান্যক্ষেত্রে অথবা; আকাশগঙ্গায় একটু জায়গা দিও! হে ধনুরাশির জাতিকা, একটা বড়দিন আসলে তোমার, যেমন আনন্দঘন একটা জন্মদিন আসে আর প্রবল বর্ষায় তেমনই আসে আমার প্রতিধ্বনি, বিনিময়ে ভালবাসার ভিক্ষাপাত্রই যা আজীবন ধরে পেয়েছি। তুমিও কি অভিমান কর? বারবার
সবুজস্বপ্নের লক্ষ্য একটাই – সবুজায়ন ✍ অনিমেষ চ্যাটার্জি সুন্দর রঙীন এই পৃথিবী, প্রকৃতির ভালোবাসা কে নিবি? গাছেরা দু হাতে দেয় ফুল ফল, ঝর্ণা নদীর জল টলমল। সবুজ স্নিগ্ধ যত ঘাস বন, খুশিতে দেয় ভরে তনু মন। মাথায় ধরে ছাতা নীল আকাশ, ক্লান্তি মোছে দখিনা বাতাস। সূর্যের আলো করে রোগ দূর,
আঁধার-আলো ✍ অনিমেষ চ্যাটার্জি বহুদিন পা পড়ে নি নীল সবুজের চৌহদ্দিতে। শেষ বার যখন কাক ডাকা বিকেলের মায়াবী রোদ্দুরে ভেজা ঘাসে পা ডুবেছিল, জলের বুকে ছায়া জেগেছিল, তখন মুখোমুখি ঋজু ভঙ্গিমায় ছিল প্রশ্নচিহ্ন, আর ঠিক প্রশ্নচিহ্নের মুখোমুখি ঝুঁকে আমি। ভেপার ল্যাম্প আর নিয়ন আলোর সংকেতে আদিগন্ত শহুরে গ্রীষ্মের সাঁঝ ক্লান্ত
প্রতীক্ষা নন্দিতা চক্রবর্ত্তী শরৎ এলো শিউলি ফুলের বনে গন্ধে মাতাল হাওয়া। বাঁশির সুর ভরল আকাশ গানে পাল তুলেছে সাদা মেঘের খেয়া। কাশের বুকে ঢেউ জাগালো কে কানে কানে কি গান গেল গেয়ে, দোপাটি তার ভালা সাজায় বসে রং বেরংএর ফুলগুলোকে নিয়ে। তারার বুকে যেন কিসের মায়া সোনার জালে
যদি আসো সখা মৃনাল কান্তি বাগচী এসো হে বন্ধু,এসো হে সখা, আজি বিকেলে, তমাল তলে করিতে দেখা। যদি হয় দেখা, তোমারই সনে, কহিবো নানা সুখ দুঃখের কথা নির্জনে দুজনে। জমে আছে কত কথা তোমারে বলিবার তরে, বলি বলি করেও বলা হয়নি সে কথা এখনো তোমারে। দিন যায়,দিন আসে তুুমি আসিবে