করোনাভাইরাসের উপদ্রব এখন সারা বিশ্বজুড়ে চলছে তাই আরো কঠিন সতর্কতা দিলেন বিজ্ঞানীরা। ব্যাংকনোট বা টাকা, ডলার, রুপি বা যেকোন নোটে, মোবাইল ফোনের স্ক্রিনে, এমনকি স্টিলের ওপর ২৮ দিন পর্যন্ত জীবিত থাকে করোনা ভাইরাস। মানুষের ত্বকে এ ভাইরাস ড্রপলেটের মাধ্যমে এসে থাকে ৯ ঘন্টা। ঠান্ডা আবহাওয়ায় এই ভাইরাসের দ্রুত বিকাশ ঘটে।