ভালোবাসার তীরে / অসিত ঘোষ / বাংলা কবিতা /

ভালোবাসার তীরে অসিত ঘোষ কালোমেঘে ঢাকা আকাশ থেকে ঝরে বেগে বন্দী কালিদাসের মেঘগুলি যায় উড়ে, ঝরে পড়ে ভালোবাসা বনাঞ্চলের বুকে কবিগুরু লিখলেন জন্মাতাম কালিদাসের যুগে। ভালোবাসা অমর করে রেখেছে তাজমহল আমরা ভালবাসার জন্য ছেড়েছি গ্রাম, ইঁট আর পাথরের সঙ্গে করছি লড়াই কাগজের ফুলগুলির ভালোবাসা রয়ে গেল। প্রকৃতিকে ঘরের কোনে বন্দি করে রেখে রাস্তার কুকুরদের বিস্কুট…

দোলনচাঁপা চলন / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /

দোলনচাঁপা চলন মৌসুমী ঘোষাল চৌধুরী আমি তো কালো জল, তুমি বিধাতার শালুক পাতা। ওগো শালবন, শব্দকাঁকন বলে ডেকেছিলে, যাকে; রাত্রি যার নাম বর্ষার নদীতে জমা জলে তোমার নৌকা ভেসে যায় মধ্যযামে। ভেসে আসে, দুজনের চোখের ভিতর ক্রেপ পেপারে পেপারে গাঁথা অরক্ষনীয়া, জীবনানন্দীয় কাঁথাস্টিচ হুক। অপেক্ষা রত আরো বহু রাত্রি, খোঁপার দোলনচাঁপা চলন। —oooXXooo—

বিরহী বিগ্রহ / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /

বিরহী বিগ্রহ মৃনাল কান্তি বাগচী এমন করে হারিয়ে যাবে তুমি ভাবিনি কখনো তা আমি । তবুও তুমি হারিয়ে গেলে তুমি হরিয়ে যাওয়াতে আমি পড়ে রইলাম অকূলে। এই অকূলে কূল আমি আর পাবোনা কোন দিন এখন আমি বসে বাজাই শুধু আমার জীবনের বিরহের বীণ। সে বীণের তানে আছে শুধু বিরহ তবুও তা বাজাই আমি আমি এখন…