নেই কোথাও রণ সজ্জা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা / বিশ্ব কবিতা দিবস সংখ্যা /
নেই কোথাও রণ সজ্জা মৃনাল কান্তি বাগচী মোটেই নামী দামী নই আমি অতি সাধারণ মানুষ সময় ফুরিয়ে গেলে ধরা থেকে হয়ে যাবো ফানুস। তবুও যতদিন আছি আমি এই ধরায় মানুষকে মানুষ ভাববো অমানুষকে মানুষ নয়। মানুষ রূপী পশুতে ভরে গিয়েছে এই বিশ্ব মানবতা, মনুষত্বের বড়ই অভাব নিজেকে মনে হয় নিঃস্ব। হেথায় হোথায় মানুষ রূপী শকুনেরা…