আমন্ত্রণ / বাবু বিশ্বাস / বাংলা কবিতা / বিশ্ব কবিতা দিবস সংখ্যা /
আজ কবিতা দিবসে কবিতাকে উৎসর্গ করলাম আমার এই [আমন্ত্রণ] কবিতাটি শ্রদ্ধার বসে আমন্ত্রণ বাবু বিশ্বাস ইচ্ছে হলেই আসিস মেয়ে,মনের জানালায় ঘরের দুয়ার খোলাই রবে,তোর অপেক্ষায় ভয় নেই তোর,ছোবোনা তোকে, মিথ্যে অনুরাগে! দেখলেই তোকে,মুক্ত ফোটে,আমার কুসুম বাগে! ভাবলে তোকে,নীলের বুকে,চাঁদ তারার হাট বসে, স্মৃতির আলয়ে বেমানন তুই,অশ্রুতে বুক ভাসে! নিদ্রাহীনে আল্পনা তোর,পথ হাটে এঁকে বেঁকে উদাস…