ফো পাহ্ / নিলয় বরণ সোম / বাংলা রম্য রচনা /
ফো পাহ্ নিলয় বরণ সোম ফো পাহ্। (faux pas) সম্বন্ধে লিখতে গিয়ে প্রথমেই মনে পড়ে গেল জটায়ু তথা লালমোহন গাঙ্গুলির কথা। ভদ্রলোক এমনিতে একটু সব গুলিয়ে ফেলেন , আজকের ভাষায় বিশ্লেষণ করতে গেলে , ওর বোধহয় social anxiety বিস্তর। তাই ঘাবড়ে গিয়ে হাঁয়েস ( হ্যাঁ এবং ইয়েসের সন্ধিপদ ) তাকে আকছার বটে শোনা যায়। কথা…