আবার ভুঁচকিদা / সুমান কুন্ডু / রম্য রচনা /
আবার ভুঁচকিদা সুমান কুন্ডু এইবছর অঘ্রাণ মাসে সবেমাত্র বিয়ে হয়েছে, ভুঁচকির একমাত্র ছেলে কুঁচকির। শ্বশুরবাড়ি থেকে কুঁচকি যৌতুক বাবদ নগদ কিছু নেয় নি। তাই ভুঁচকির বেয়াই মানে কুঁচকির শ্বশুর, কুঁচকিকে খাট, আলমারি, লেপ, কম্বল, আলনা, দোলনা সবই দিয়েছে। এই যৌতুক নিয়ে তাই ভুঁচকির মনে মনে একটু ক্ষোভও রয়েছে। কারণ ভুঁচকি তার বিয়েতে যৌতুক বাবদ নগদ…