অন্য পাড়ায় পদচারণা (বিষয় শরৎচন্দ্র) / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা মুক্ত গদ্য /
অন্য পাড়ায় পদচারণা বিষয় :শরৎচন্দ্র শ্যামাপ্রসাদ সরকার ‘মাঝে মাঝে গেছি বটে ও পাড়ার প্রাঙ্গণের ধারে/ ভিতরে প্রবেশ করি, সে সাধ্য ছিলনা একেবারে..’ খোদ রবীন্দ্রনাথ এ আক্ষেপ রেখে চিরসমাহিত সেই ২২শে শ্রাবণের বর্ষাদিনে। যদিও রবীন্দ্রপরবর্তী তিনটি দশকে অন্য ধারার সাহিত্য ধীরে ধীরে মেরুদন্ডে জোর পেয়েছে। বুদ্ধদেব, সুধীন্দ্রনাথ একদিকে আন্তর্জাতিক যোগসূত্র রক্ষা করেছেন বাংলার সাথে সার্ত্র,…