পাশ – ফেল / দীননাথ চক্রবর্তী /
পাশ – ফেল দীননাথ চক্রবর্তী প্রিয় সকালের বিবেক, পাশ ফেল বিষয় প্রসঙ্গে মনের ক্যানভাসে ফুটে ওঠে জাপানের হিরোশিমা – নাগাসাকি। কেননা সদ্য আমার ঘুরে আসা সেখান থেকে। একে ক্যানভাস না বলে, আয়না বললেই বেশি বলা হয়। আয়নায় ঘটে আলোর প্রতিফলন। এমনকি ভেঙে টুকরো টুকরো করে দিলেও সে আলো বিচ্ছুরিত হয় প্রতিটি টুকরো থেকে। প্রতিস্পধী অহংকারী…