অধরা সুবিচার / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“অধরা সুবিচার” রণজিৎ মন্ডল কাদম্বিনীর মৃতদেহ রানী হাটের শ্মশানে সৎকার করিতে লইয়া যাওয়ার পর দুই জন কাঠ আনিতে গিয়া ফিরিতেছে না দেখিয়া বাকি দুইজন নানা অছিলায় শ্মশান ত্যাগ করিয়া পালাইয়া ছিল। অতঃপর কাদম্বিনীর জ্ঞান ফিরিবার পর দেখিল সে শ্রাবনের অন্ধকার রাতে টিপ টিপ বর্ষার মধ্যে একটি ছোট ঘরের মধ্যে একা, তখন কিছু মনে করিতে না…