নিষ্ঠুর নিয়তি / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
” নিষ্ঠুর নিয়তি “ রণজিৎ মন্ডল একদিন তুমিও বৃদ্ধ হবে, ষাটোর্দ্ধ অথবা সত্তরোর্দ্ধ, দেখবে সব জৌলুস হারিয়ে যাবে। যে জৌলুসে তোমার আজ এতো অহংকার, যে যৌবন তোমাকে করেছে এতো সুন্দর, যে স্বপ্ন তোমাকে দেখায় রঙিন ভালোবাসা নিরন্তর, সব ফুরিয়ে যাবে! তোমার চক্ চকে ঝক্ ঝকে চামড়া কেমন বিবর্ণ, কুচকানো কুৎসিত হয়ে যাবে, তখন তুমিও আমার…