করোনা সংক্রমণের মধ্যেই এবার আতঙ্ক বাড়াচ্ছে জোড়া ভাইরাসের হানা। প্রথমটি হল ব্রুসেলোসিস। ইতিমধ্যেই চীনের ৩ হাজারেরও বেশি মানুষের দেহে এই ব্রুসেলোসিস ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা গেছে। দ্বিতীয়টি ক্যাট কিউ (Cat Que) ভাইরাস। সেদেশে ৮০০-র বেশি পরীক্ষা করে দুজনের শরীরে এই ক্যাট কিউ ভাইরাসের হদিশ পাওয়া গেছে। ব্যাকটেরিয়া ব্রুসেলোসিসে মৃত্যুর হার ২%।