মহিষাসুর মর্দিনী / বর্ষা বিশ্বাস / বাংলা প্রবন্ধ / আগমনী সংখ্যা /
মহিষাসুর মর্দিনী বর্ষা বিশ্বাস প্রায় ১৫ দিনের পর, মহামায়া মহিষাসুর মর্দিনী রূপে দেবীপক্ষের সূচনা করেন। সে ভয়াবহ যুদ্ধ অবশ্য আমাদের প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত নয়, সে যুদ্ধে যে মা নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন… সমস্ত ত্রিলোকের রক্ষাকারিনি জগৎ জননীর আরাধনায় বাঙালি কি খামতি রাখতে পারে?? আমাদের ধমনীতে যে কেল্টিক রক্ত নয়, বাঙালি রক্ত…