পোষ্য নিয়ে যাত্রা / নিলয় বরণ সোম / রম্যরচনা /
পোষ্য নিয়ে যাত্রা নিলয় বরণ সোম মিঃ ওয়াকারকে দিয়ে শুরু করি। মিঃ ওয়াকার বলতে আপনার মনে যদি কোনো স্মৃতির উদ্রেক না হয় , তবে এ লেখা আপনার জন্য নাও হতে পারে। অরণ্যদেব বা বেতাল , যখন তার গুহাবাস ছেড়ে শহরে যেত, তখন চয়ড়া হ্যাট , লম্বা ওভারকোট ও সানগ্লাসের সঙ্গে এই পোশাকি নামটাও পরে নিত।ওয়াকার…