আপন জন (একবিংশ পর্ব) / কাকলী ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প /
আপন জন (একবিংশ পর্ব) কাকলী ঘোষ থাকুক এখন ক’ দিন। একটু ভাল মন্দ খাক। শরীরটা ফিরুক। তারপর ভাবনা চিন্তা করা যাবে। অসীমা কে বলতে হবে। তাড়াহুড়ো কিছু নেই। সবার আগে মেয়েটার বিশ্বাস অর্জন করতে হবে। আর তার জন্য দরকার মুখের চওড়া হাসি আর মিষ্টি ব্যবহার। কাপড় চোপড়ের ও ব্যবস্থা করতে হবে। যা ছিরি পোশাকের !…