আপন জন (তৃতীয় পর্ব) / কাকলী ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প /
আপন জন (তৃতীয় পর্ব) কাকলী ঘোষ বিছানায় শুয়ে উসখুশ করছিল সুখেন। ঘুম আসছে না। শিখার জন্য মন খারাপ লাগছে। সত্যিই এদিক টা তো ভেবেই দেখে নি ও। পিসিও বলল আর ও নিজেও আগু পিছু ভাবনা চিন্তা না করে মেয়েটাকে ঘাড়ে নিয়ে চলে এলো। দূর দূর। কোন মানে হয় এসবের ? এই জন্যই শিখা রেগে যায়…