অনুধ্যানের আখরে / শ্যামাপ্রসাদ সরকার / ধারাবাহিক কবিতা বিষয়ক প্রবন্ধ /
উৎসর্গ – কবিতাপ্রেমী মননগুলিকে….. ব্যর্থ প্রেম সুনীল গঙ্গোপাধ্যায় প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয় আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায় আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে হেঁটে যাই সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয়…