“অংকের স্যার” –:: প্রতিবিম্ব রায় ::–     শেষ বেঞ্চির ছাত্র ছিলাম অঙ্কে কাঁচা খুব, সুযোগ পেলেই সেই ক্লাসে দিতাম আমি ডুব… অঙ্কের স্যার ভীষণ রাগী মারতো বেশ জোরে, বলতো শুধু -“কিছু না পারিস মানুষ হ রে ওরে…। “ যতই পিঠে লাগুক ব্যথা চোখে নাহি জল, সত্যি কথাই বলছি আমি